নীল আকাশের তলে মিশে থাকা
সবুজে ঘেরা দূরের পথিক আমি,
শহরের শেষে ক্লান্ত সন্ধ্যা নামে—
যেন হারিয়ে যাওয়া স্মৃতির ধ্বনি।
অবিরাম বয়ে চলে সময়ের স্রোত,
আলোর গতি আর রাতের মায়া,
তবু পথের ধারে একা দাঁড়িয়ে
আবার দেখি বনলতা সেনের ছায়া।
চোখের তারায় স্বপ্নের আভা,
কৃষ্ণচূড়ার বুকে তার বসবাস,
মুখে হেসে ওঠে এক চঞ্চল হাসি,
মেঘের গভীরে মিশে যায় সব প্রশ্বাস।
ফিরে ফিরে আসে তার কথা শুধু,
যেন কোনো প্রাচীন কবিতার ছন্দ,
সমুদ্রের ঢেউয়ে ভেসে চলে মন,
জানি না কবে পাবো সেই আনন্দ।
একদিন দিগন্তের পাখি হয়ে,
বনলতা ডাকবে আমায় দূরের পথে,
তখন ক্লান্তি ভুলে ছুটবো আমি,
তাদের কাছে, সেই গভীর রাতের সাথে।