ডাকযোগে পাঠানো
তোমার আমন্ত্রণ পত্র টা
হাতে এসে পৌঁছালো এইতো সেদিন।
যখন পত্রটি খুলে দেখলাম
তারিখটা বেশ পুরনো
তবুও অবাধ্য মন অবাধ্য ইচ্ছেরা
এক দৌড়ে ছুটে গিয়েছিল সেইখানে।
জায়গাটা খালি পড়ে আছে
নেই কোন প্যান্ডেল নেই আর সাজানো মঞ্চ
বাঁশের খুঁটি গুলো পড়ে রয়েছে এলোমেলো হয়ে।
ছড়িয়ে ছিটিয়ে আছে রংবেরঙের
কিছু রঙিন কাগজ,
সবকিছু দেখে মনে হলো
আয়জনের কোন কমতি ছিল না ।
দূর্বাঘাসের উপর পড়ে রয়েছে
শুকনো ফুলের পাপড়ি ,
আর ঝরে পড়া কিছু চোখের নোনা জল
যেন শিশিরের মুক্তোর দানার মতো
জ্বলজ্বল করছে।
ফুলগুলোর রঙে জড়িয়ে আছে
তোমার ভালবাসার পরশ-
হাত বুলিয়ে খুঁজে ফিরি
তোমার ফেলে যাওয়া অনুভূতি স্পর্শটুকু।
সানাইয়ের সুরে-
চলে গেছে তোমার পালকির বহর ,
সবকিছুই সময় মতোই হয়েছে বিধাতার ইচ্ছায়।
শুধু আমন্ত্রণ পত্র টা পেয়েছি দেরিতে
তাই আর শেষ দেখাটা হলো না আমার.....।।