আমরা দেখেছি রক্তে লাল বাংলার মাটি
প্রতিবাদে উত্তাল হয়েছে কতবার
আবারও এসেছে অন্ধকার রাত
কোথায় সেই জ্বালাময়ী কথার কাহিনী?

ভাঙা স্বপ্নের শহরে নীরবতার রাজত্ব
ভোরের আলো আসবে কি কোনোদিন?
প্রাণের স্পন্দন হারিয়ে ফেলেছে গান
স্মৃতির পাতায় লিখে রাখা ইতিহাস।

যুদ্ধের ময়দানে নীরব দর্শক আমরা
লড়াইয়ের প্রান্তে শুধু দুঃখের ছায়া
হৃদয় ভরে উঠেছে শূন্যতার ভার
এ কোন বাংলাদেশ, কোথায় সেই আশা?

নদীর ঢেউয়ে মিশে গেছে কান্নার সুর
পাহাড়ে গর্জে ওঠে ব্যথার ধ্বনি
সবুজের বুকে লুকিয়ে থাকা রক্ত
প্রকৃতি কাঁদে, কাঁদে আকাশ ও মাটি।

পৃথিবীর বুকে বাংলাদেশের ছবি
খুঁজে ফিরে শান্তির একটুখানি রূপ
স্বপ্নের দেশে এ কোন দুঃস্বপ্ন?
অশ্রু মুছে হাসির ছবি আঁকবে কি কেউ?

আসবে কি কখনো শান্তির দূত
প্রেমের বাণী নিয়ে, প্রভাতের আলো?
নিশ্চুপ আমরা, নিশ্চুপ পৃথিবী
বিজয়ের স্বপ্নে দেখবে কি এই দেশ?

প্রত্যাশার দ্বারে দাড়িয়ে আছে বাংলাদেশ
আলো আসবে, দূর হবে অন্ধকার
প্রতিবাদের সুর গেয়ে উঠবে সবাই
রক্তের হোলিখেলায় হবে কি ইতি?

বীরের রক্তে রাঙা হবে না আর মাটি
শান্তির নীড়ে ফিরবে সোনার বাংলা
নিশ্চুপ রাতের শেষে উঠবে নতুন সূর্য
বাংলাদেশ হবে বিশ্বে উজ্জ্বল তারকা।

এই আশা নিয়ে বাঁচবে প্রতিটি প্রাণ
নতুন দিনের স্বপ্নে ভরে উঠবে মন
রক্তের হোলিখেলার হবে সমাপ্তি
বাংলাদেশ হবে শান্তির প্রতীক।।