রোদ উঠবে বলে উঠেনি সেই দিন,
মেঘ এসে ঢেকে দিল নীল আকাশ।
রাত্রি নামে ধীরে, সূর্য অস্ত যায়,
অন্ধকারের বুকে ঢেকে যায় স্নিগ্ধ রোদ।
পাহাড়ের ছায়া পড়ে মেঘের কোলে,
ধোঁয়াটে চাদরে ঢেকে যায় সমস্ত পথ।
ঝর্ণার কোলাহলে ভেসে আসে স্মৃতিগুলো,
শান্ত নদীর স্রোতে হারিয়ে যায় মনের ব্যথা।
সবুজ গাছের পাতায় লুকায় আত্মা,
মৃত্যুর স্পর্শে যেন হয় পুনর্জন্ম।
মেঘের মধ্যে ঢেকে যায় চাঁদের আলো,
তারাদের মিটমিটে আলো ছড়ায় মায়াজালে।
প্রকৃতির বুকে বেজে ওঠে করুন সুর,
যেন কোন এক দূরের গান।
সেই দিনের কথা মনে পড়ে যায়,
যখন রোদ উঠবে বলে উঠেনি।
মেঘের আড়ালে লুকিয়ে থাকে জীবনের আশাগুলো,
ঝর্ণার জলে ভাসে আমাদের কল্পনা।
পাহাড়ের বুকে চিঁড়ে লাফিয়ে পড়ে ঝর্ণার জল,
তার কোলাহলে মিশে যায় হৃদয়ের যত ব্যথা।
সবুজ পাতার গায়ে লেগে থাকে প্রেম,
মৃত্যুর ছায়ায় লুকিয়ে থাকে আশার ঝলক।
রাত্রির নীরবতায় ঢেকে যায় সমস্ত পৃথিবী,
তবু হৃদয়ে বেজে ওঠে সুরের ঝংকার।
রোদ উঠবে আবার নতুন সকালের,
মেঘ কেটে যাবে, আসবে আলোছায়া।
পাহাড়ের বুক ভাঙে নতুন দিন,
ঝর্ণার জলে ধুয়ে যায় জীবনের ক্লান্তি।
সবুজ পাতার গায়ে লেগে থাকে ভালোবাসা,
মৃত্যুর ছায়া কেটে যাবে, আসবে নতুন জীবন।