পৌষ আসে শীতের কোলে,
নক্ষত্র দোলে রাতে, নির্ভুলে।
মাঘের বুকে বসে শিরে,
শীতের কুয়াশা জড়ায় ঘিরে।
ফাল্গুন আসে রঙের ডাকে,
পলাশ-শিমুল ফুটে শাখে।
বসন্ত হাসে মধুর গানে,
প্রকৃতি জাগে নতুন প্রাণে।
চৈত্র আসে খরার সুরে,
রোদ্দুর ঝলকে পথের ধূসর।
বৈশাখ আসে বজ্রের তালে,
আলোর নাচনে ঝড় ওঠে কালে।
জ্যৈষ্ঠে লাগে আমের সুবাস,
গ্রীষ্মের ভাঁজে দিন আঁকড়ে উদাস।
আষাঢ়ের বর্ষায় ভাসে নদী,
মেঘের বাজনা দেয় শান্তি নদী।
শ্রাবণ আসে বৃষ্টির ডাকে,
জলের ছন্দে মন যে মাতে।
ভাদ্র আসে পূর্ণিমা হাতে,
চাঁদের আলোর ছোঁয়ায় রাতে।
আশ্বিনে কাশফুল দোলে হাওয়ায়,
প্রকৃতি হাসে শিশির গাওয়ায়।
কার্তিক বোনে নবান্নের মালা,
সোনালী মাঠে সুখের পালা।
অগ্রহায়ণের ধানের সুবাসে,
ভরে যায় প্রাণ শস্য আকাশে।
পৌষ-মাঘে শীতের মেলা,
গল্প বলে নতুন ভেলা।
বারো মাসে বয়ে চলে,
জীবনের সুর অবিরত দোলে।
ঋতুর রঙে বাঁধা সব কথা,
প্রকৃতি জানায় ভালোবাসার কথা।