মাহাবুব আহমেদ
বিপ্লবী লাল সালাম,
শক্তির প্রতীক, মুক্তির গান,
দুর্জয় হৃদয় জাগ্রত,
স্বাধীনতার আকাঙ্ক্ষায় দীপ্ত।
ভাঙবে শৃঙ্খল, মিটবে ক্ষুধা,
লড়াইয়ে জাগে নিপীড়িত বুকে,
গর্জে ওঠে গনগন ভাষা,
আলোর পথে অন্ধকার ভাঙা।
রক্তে রাঙানো এ মাটি,
সংগ্রামে ভরে উঠেছে ঘরে,
প্রাণের মিছিলে, প্রতিরোধে,
লাল সালাম, জাগ্রত এক জাতি।
স্বপ্নের বীজ বুনে চলি,
হৃদয়ের মশালে জ্বলে আলো,
সত্যের পথে, ন্যায়ের ডাকে,
লাল সালাম, অপরাজেয় যোদ্ধা।
নিপীড়নের শৃঙ্খল ভাঙি,
নির্যাতনের দেয়াল ধ্বংস করি,
মানবতার মুক্তি গানে,
লাল সালাম, সংগ্রামের প্রতিশ্রুতি।
সত্যের পথে দাঁড়িয়ে,
আঁধারের বিরুদ্ধে লড়াই,
সুরক্ষিত হবে মানবতার অধিকার,
লাল সালাম, আমাদের পাথেয়।
শ্রমিক, কৃষক, শ্রমজীবী সকল,
অধিকার নিয়ে বাঁচার তাগিদে,
লড়াইয়ে নামি, দুর্জয় বীর,
লাল সালাম, আত্মত্যাগের প্রতীক।
সংগ্রামের পথে চলেছি আমরা,
সাম্যের আলো জ্বালাতে,
প্রতিরোধে একজোট হয়ে,
লাল সালাম, একতার বার্তা।
জাগরণের এই মিছিলে,
আলোকিত হবে দিন,
বিপ্লবী লাল সালাম,
মানবতার গানে মিলি।