এই দুনিয়ার রঙের মেলায়
চলছে আজব খেলা
কারে দেখাতে চলছো তোমরা
এতো খোলামেলা।

ফ্যাশান ওরা করছে কত
লাজ লজ্জা ভুলে
দিনে দিনে যাচ্ছে ওরা
নিজেই রসাতলে।

রঙেঢঙে সেলফি তুলে
রোজ করছো পোস্ট
নিজের বিপদ ডেকে এনে
পরকে দেই দোষ।

সমাজে রোজ ধর্ষিত হচ্ছে
মনুষ্যত্বের অভাব
নিজে করবো নিজের হেফাজত
ভুলে যাই কুস্বভাব।

সময় থাকতে দ্বীনের পথে
চলতে হবে ভাই  
আখিরাতকে ভুলে গেলে
বাঁচার উপায় নাই।