রাতের গহ্বরে থেকে বেরিয়ে আসে
রোদ্দুরের আলোক রশ্মি
একসময় ছড়িয়ে দিল সারা পৃথিবীতে
আঁধার ঠেলে বেরিয়ে আসে
আলোকিত এক মুখ।
কোনো এক সকালে
দানব ভ্রমরের স্পর্শে বাসি হয় প্রকৃতি।
রবির কিরণে নিজস্বতা পেলেও
বর্বরতার নেই নিস্তার।
সদ্যজাত শিশুর মত
মালির হাতে নাড়ি কাটা হয় তার ।
কাটা-ছেঁড়া করে বিয়ের আসরে
আর মন্দিরে পূজার থালায় ।
একই ভাবে শশ্মান যাত্রীর সাথে
ফুলগুলোর হয়ে যায় পোষ্টমর্টেম ।