অভিমানী মনকে, বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে গেল,
অভিমান ভাঙল না তবু, রইলো সে একলা,
তোমার ছোঁয়ায় ভিজে ছিল যে প্রাণের মেলা
স্মৃতির মাঝে মিশে রইলো এক মোহনা।
আলো-ছায়ার খেলা, মনে বাঁধল জালে।,
অভিমানের অন্ধকারে আলো আসে ক্ষণিক,
তোমার কথা ভেবে, দুঃখের প্রান্তর ছাড়ে না কাল,
বৃষ্টির ফোঁটায় মিশে যায় তবু ব্যাকুল প্রীতি।
তুমি ছিলে দূরে, কাছে আসার গল্পে ছিলে ডুবে,
তোমার পথে বয়ে যায় অভিমানী এ মন,
তোমার নামেই মিশে আছে আমার ভালোবাসার টুকু,
কত প্রহরের বৃষ্টি ভিজিয়ে দিয়েচ্ছে এ মনকে।
তুমি থাকবে চিরকাল, হৃদয়ের গভীরে,
বৃষ্টির গানে মিশে যাবে ভালোবাসার ছোঁয়ায়।