নির্জন দুপুরে,
কাঠফাটা রোদ্দুরে
পিপাসায় কাতর
তৃষ্ণার্ত ঠোঁট।
আষাঢ়ের মেঘ
থৈ থৈ জল
এক ছাদের তলায়
হারিয়ে ছিলাম যেন কোথায় ।
মনে কি পড়ে তোমার
এখনও একবার
কবে কথা বলেছিলে
আজও ভাবি দিনে রাতে।
মধুর সেই কণ্ঠে সব
সুধালে আমারে
আজ কেন এত দূর
পাই না কাছে আর
নির্জন সেই দুপুর।