কেমন আছো তুমি?
-এইতো বেঁচে আছি
তুমিহীনা যেভাবে বেঁচে থাকতে হয়
সেভাবেই বেঁচে আছি।
-এতো দিন কোথায় ছিলে
-মায়ের কবরের পাশে ছিলাম
-কেন?
-মানুষ হবার জন্য
-তুমি এখন মানুষ নও?
-মানুষ ছিলাম তবে পরিপূর্ণ না
-মানুষ হবার জন্য কি
কবরের পাশে থাকাটা জরুরী
- হুম
-যতসব তোমার আজগুবি কথা
- আজগুবি কথা কেন হবে
কবর থেকে শিক্ষা নেওয়া যায়
মনুষ্যত্ববোধ কখনো হারায় না
তাই আমি কবরের পাশে থাকি।
-তোমার একটু সময় হবে?
-কেন!
-কিছু কথা আছে
-কি কথা?
- সামনাসামনি বলব
- এখন বলা যায় না!
- না
-কেন ?
-ফোনে সব কথা বলা যায় না
-ঠিক আছে বলো কোথায় আসবো
-আমাদের সেই পুরনো জায়গায়
-কোথায় সেই পুরনো জায়গা
-তুমি কি ভুলে গিয়েছো একেবারে!
-তুমিও তো মনে রাখনি
-মনে আছে আমার
তুমি বুঝতে পারবে না।
-বুঝতে পারবো না
- না
-আমি সবই বুঝতে পারি
তুমি আমাকে বুঝতে পারোনি কোনদিন
কতকাল তোমার সেই চেনা পথে
হাঁটা হয়নি , সেই দিনের কথাগুলো মনে পড়লে কষ্টের আর্তনাদে কেঁপে ওঠে এই হৃদয়।
-এসব তোমার অভিমানের কথা
- একদম না
-তুমিও তো আমাকে পিছু ফিরে ডাকো নি ।
-সব সময় ডাকা যায় না বুঝে নিতে হয়, তোমার অবহেলা আর খামখেয়ালির কারণেই আজ দুজনের পথ দুদিকে।
- আমি তোমাকে অবহেলা করেছি কি করে বুঝলে!
-অবহেলা করনি কখনো?
তার মানে তুমি কি আমাকে অবুঝ মনে কর, আমি কিছুই বুঝতে পারিনা।
-হুম
- থাক না ওসব কথা
-যদি তোমার সময় হয় কষ্ট করে
আমার সাথে দেখা করবে!
-আমি সবসময় তোমার পাশে থাকতে চেয়েছিলাম,
নতুন করে আবার কি কষ্ট পাবো বলো,
যে কষ্ট তুমি আমাকে দিয়েছো সেই কষ্টের অনলে পুড়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি
-তুমি শুধুই একতরফা দেখলে
-সত্য কথা গুলো বিষের মত মনে হবে তোমার কাছে।
-সত্য কি মিথ্যা তুমি আমার সাথে দেখা করলেই বুঝতে পারবে।
-ও..ঠিক আছে
ঠিক আছে বলো কবে কখন
সময়টা নির্ধারণ করে দিও ।
-ওরে বাবা এখন তুমি সময় নিয়ে ভাবো
তোমার তো কখনো সময়ের জ্ঞান ছিল না
কতটা সময় চলে গেছে তোমার অপেক্ষায় বসে থেকে থেকে ।
- দেখো জীবন চলার পথে অনেক নিয়মের বেড়াজাল ভেঙে চলতে হয়
একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে
এসব কথা কেনই বা তোমাকে বলছি
তুমি তো আর একসাথে চলার মানেই জানো না, সুখে দুঃখে নানান কষ্টের মাঝেও একসাথে চলার আনন্দটাই আলাদা এরই মানেই ভালোবাসা ।
-আজকাল তোমার সাথে কথা বললে মনে হয় খুব শক্ত শক্ত কথা বলতে শিখেছো
তাই না!
-জীবন এসব কথা শিখিয়ে দেয়
সময় কারো জন্য অপেক্ষা করে না।
যেমন তুমি আমার জন্য অপেক্ষা করো নি
তুমি চেয়েছো যতদূর আকাশ যায় তত দূর ডানা মেলে উড়ে যেতে আমি পারিনি
কারণ একটাই দরিদ্রতার কবলে আমি ছিলাম বন্দি।
আমারও ইচ্ছে ছিল তোমাকে নিয়ে জীবনের বাকি পথটুকু চলতে তা আর হলো কই।
থাক না এসব কথা; এখন আর বলে কি হবে
সময় ফুরিয়া আজ সময় অতলে হারিয়ে যাচ্ছি আমি ।
হয়তো তোমার আমার আর দেখা হবে না
হবে না কোন কথা
এটাই হয়তো তোমার আমার শেষ দেখা।
তাই আমারও খুব ইচ্ছে করছিল তোমার সাথে দেখা করতে
কত রাত জেগে শূন্য বিছানায় একা একা কাটিয়ে দিয়েছি তোমার কথা ভেবে ভেবে
খুব কষ্ট হতো লোক চক্ষুর অন্তরালে
দু চোখের জল ঝরে গেছে
তবুও তোমাকে পাইনি পাশে।
-তাই
-হুম
আজও গোধূলির আবছা আলোয়
বারবার দেখি তোমার একটা আকাশ
তখন মনে হয় আমি তোমাকে ছুঁই
হ'য়ে মৃদুমন্দ দখিনা বাতাস।
-মনে হয়েছে তুমি কবি হয়ে গেছো,এত শক্ত শক্ত কথা বুঝি না বাপু
তুমি শুধু একবার আমার সাথে দেখা কর।
- তোমার কি তাই মনে হয়!
- থাক না এসব কথা,
তবে তোমাকে ইদানিং উদাসীন মনে হয়
এতটা উদাসীন হওয়া ভালো না।
-উদাসীন হলাম আর কই
যাকে ভালোবাসি সেই তো আমাকে ভুল বুঝে
আমাকে কখনো বুঝতেও চায়না
নিজেকে খুব ছোট মনে হয়
তাইতো আমি নীরবে আঁধারের নির্জনতায় থাকতে চেষ্টা করি।