লোভ, মোহ ও মায়ার ঘুর্ণিপাকে সবাই,  
কেউ কি জানে কারো সাথে স্থায়ী সম্পর্ক নাই?  
জীবনের পথে চলি কতজনের সাথে,  
কিছুক্ষণের স্মৃতি, তারপর তো প্রস্থানের রাত।

বন্ধু, প্রিয়জন সবাই একদিন চলে যায়,  
জীবনের পথে তো একা,
কেউ সাথী হয় না শেষের পালায়।  
যে হাসে, যে কাঁদে, তাদেরও বিদায় বেলা,  
কেবল মায়ার বাঁধনে সবারই একে অপরের খেলা।

স্বার্থের টানে বাঁধা সুতোর জাল,  
সেই জালেই আটকে থাকে মায়ার প্রতিটি রঙিন পাল।  
সুখের দিনে সবাই, দুঃখের দিনে হয় পর,  
মায়ার পথ ধরে চলি, তবু কি সত্যি কাছে আসে কভু?

চঞ্চলতা নিয়ে এলে জীবনের প্রত্যেক মোড়ে,  
মায়ার ঘুর্ণিপাকে সকলেই বাঁচে এক আশার ঘোরে।  
তবু জানি, কেউ কারো নয়, সম্পর্ক ভঙ্গুর,  
মায়ার ফাঁদেই বেঁধে রেখেছি আমরা বেঁচে থাকা এ সুর।

সময় শেষে সকলেরই মুছে যাবে রঙ,  
মোহের পেছনে যে ছিল, তারই অজানা সঙ্গ।  
মায়ার পর্দা সরালে দেখি শূন্যতা,  
কারো সাথে স্থায়ী নয়, এটাই জীবনের কথা।