শহরের দেয়ালে দেয়ালে ঝুলছে রঙিন স্বপ্ন,
পোস্টারে মোড়ানো প্রতিটি প্রাচীর, প্রতিটি কোণ।
আলো ঝলমলে অক্ষরে ছাপা প্রতিশ্রুতি—
তবু কোথায় যেন সত্য হারিয়ে যায়,
মিথ্যে শব্দের পেছনে ঢাকা পড়ে সকল আশা।

শিক্ষার নামে বিক্রি হচ্ছে জ্ঞান,
ন্যায়ের বাজারে চলছে ছাড়ের মেলা।
ভালোবাসা বন্দি সেলফোনের রিংটোনে,
প্রতিটি শব্দে ছাপা পড়েছে মুনাফার হিসাব।

সৌন্দর্যের নামে কৃত্রিম মুখ,
সাফল্যের নামে রঙিন ধোঁয়াশা।
স্বপ্ন বিকোচ্ছে আধা-মেয়াদী সেলফির মতো,
প্রেম নয়, শরীরের মানচিত্রই এখন পণ্য।

দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছে গ্ল্যামারের রং,
নারীর মুখ, হাসি, চোখের ভাষা—
কেবলই চটকদার শিরোনামের মোড়কে ঢাকা।
স্বপ্নের নামেও জেগে থাকে শুধুই শূন্যতা।

ধর্মের নামে বিভাজন,
রাজনীতির নামে ফাঁদ,
গণতন্ত্রের ব্যানারে উড়ছে অসত্যের পতাকা।
বিবেকের দর্পণ ভেঙে পড়ছে নিলামে।

শহরের দেয়ালে দেয়ালে ঝুলছে বিজ্ঞাপন,
তবু কোথাও বয়ে যায় নীরব কান্না।
রঙিন প্রতারণার নিচে চাপা পড়েছে সভ্যতা,
অন্ধকার রাতে লেখা ‘শুভ সকালের’ গল্প।

গরিবের ক্ষুধা, বেকারের দীর্ঘশ্বাস,
সব ঢাকা পড়ে গেছে সেই ঝলমলে পোস্টারের আড়ালে।
যেখানে শব্দরা মিথ্যে,
কল্পনার ভিতরে হারিয়ে গেছে বোধ।

তবু দেয়ালের ফাঁকেই
জেগে ওঠে একটুখানি আলোর রেখা।
সেই সত্য কি কেউ পড়বে?
নাকি চোখ আটকে থাকবে ঝলমলে রঙেই?

বিজ্ঞাপনের চকচকে মিথ্যের আড়ালে
তোমাকে ডাকছে প্রতিনিয়ত।
তবু কোথাও নিঃশব্দ প্রশ্ন:
তুমি কি সত্য দেখবে,
নাকি রয়ে যাবে শুধুই মোহমুগ্ধ ভঙ্গিমায়?