লালসার চোখে সাগরের রঙ দেখেছি,  
জোছনার আলোয় ঝলমল, সুন্দর আর খোলামেলা,  
যা দেখে মনের গভীরে রহস্য খুঁজেছি,  
পহেলিকার পাতায় কল্পনার মেলা।

বুকে চেপে রাখা এক তীব্র আকাঙ্ক্ষা,  
স্বপ্নের সিঁড়ি দিয়ে উঁকি দিয়ে যায়,  
জীবনের এ পথে প্রতিটি ক্ষণই অতৃপ্তি,  
অনন্ত বিষাদে যে সুর উঠে যায়।

কখনো ভাবি, কি যেন অজানা আশায়,  
মনে জাগে এক নতুন উদ্দীপনা,  
কিন্তু তবুও কেবল মিথ্যার ভানায়,  
নিতান্ত হতাশা ও নির্মম অনুভূতি।

লালসার চোখে সত্যের খোঁজ করবো আমি,  
যতই গহীন অন্ধকারে পথ চলি, আমি।