তোমার চোখের পাতায় জমা গভীরতার কাছে,
হেরে যায় কোনো নগ্ন স্রোতের মুখরতায়,
আমি যেন সেই পথের ভিখারি।
চাঁদের আলো যেন তোমার কপালে ঘুমিয়ে থাকে,
আর আমি দূরে দাঁড়িয়ে থাকি—
লুকিয়ে দেখা মানুষের ভিড়ে।
শিরায় শিরায় কেমন এক অলিখিত আন্দোলন চলে,
যেন তুমি এক প্রবাহিত রক্তধারা,
আমি তার ভাসমান উৎস।

প্রতিটি দিন ভাঙে নতুন স্বপ্নের রাতের মায়া,
আর রাতগুলো গিলতে থাকে আমার উন্মাদনা। অন্ধকারে তুমি খুঁজে পাও খণ্ড খণ্ড বিষাদ,
আর আমি সাজাই নক্ষত্রের মালা,
তোমার কেশের অন্ধকারে।
তুমি কি বুঝবেনা কখনও?
এই নিঃশব্দ স্পর্শে, কেমন এক গল্পে থমকে থাকে।

তুমি যেভাবে চলে গেছো অচেনা পথে,
আমিও হাঁটি তোমার ছায়াপথে।
কিন্তু তোমার পায়ের শব্দ,
যেন কোনো পাহাড়ী নদীর চিৎকার।
আর আমি সেই পাহাড়ের নিচে থেমে থাকি, অপেক্ষমান নদীর স্রোতের আশায়।

তোমার ছোঁয়ার প্রতীক্ষায় কবে মিলবে আমাতে,
আমার হৃদয়জুড়ে তৃষ্ণার সুর যেন বেজে ওঠে।
নির্জনতার আড়ালে আমি প্রহর গুনি অবিরত,
অপেক্ষায় থাকি সেই স্পর্শের স্বপ্নের মতো।