কালের ক্ষত বয়ে চলে,দিনের পর দিন,
কোথাও থামে না এই বহমান নদী।
মনের গহীনে জন্ম নেয় নতুন নতুন স্বপ্ন,
কখনো কখনো মরে যায় আশা।
পৃথিবী ঘুরছে নিজ কক্ষপথে,
মানুষের মনও ঘুরছে নিজের চিন্তায়।
কোথাও খুঁজে পায় না শান্তি,
কোথাও খুঁজে পায় না স্বস্তি।
প্রেমের গান গাইতে গাইতে,
বিরহের বেদনা পায় জন্ম।
জীবনের রঙ্গমঞ্চে,
সবাই অভিনয় করে নিজ নিজ ভূমিকা।
কখনো হাসি, কখনো কান্না,
কখনো আনন্দ, কখনো বেদনা।
জীবন যেন এক অদ্ভুত রহস্যে ঘেরা,
যার উত্তর খুঁজতে থাকে মানুষ।
সময়ের গতির সঙ্গে সঙ্গে,
মানুষের মনও বদলে যায়।
নতুন নতুন চিন্তা, নতুন নতুন আশা।
জীবনের এই অবিরাম যাত্রায়।