শরীরের কষ্ট সে তো
পতিতাও কমাতে পারে
কিন্তু মনের কষ্ট কমে—
একমাত্র মনের মানুষের ঘরে।

আসা যাওয়ার মাঝে—
নিত্য খেলা চলে তার দেহের উপর
ছিঁড়েছুটে ছারখার করে হিংস্র—
পশুরূপী মাংসাশী সব নর ৷

বেশ তো, থাক না সে,
অবহেলিতদের দলে
তোমাদের চোখের জলে
কেন ভাসাতে চাইছো তাকে।

কবিতা তোমাকে দিলাম —
আজ থেকে ছুটি
লেখার সাধ থাকলেও
কবি তার হারিয়ে গেছে সাথী।