তুমি আজকাল বড্ড অভিমানী ইতিহাস !
আর এখনতো ছাইপাশ খাও, 'আমি জানি।
এখুনি এসব ছুঁড়ে ফেলে দাও,
ওসব আর ভালো লাগেনা দেখতে।
ঠিক আছে, ' কিন্তু তার বদলে?
—তার বদলে কি?
বড্ড বেহায়া তুমি
যেন কোনদিন কিছু খাওনি?
– খেয়েছি সে তো কবে
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
পুরো দেশটাকে চিবিয়ে চিবিয়ে খেতে পারি ,
আগে দেশের উন্নয়ন করে খাব
তারপরে রেমিডেন্স খাব
ব্যাংকের রিজার্ভ খাব
দেশের ভাবমূর্তিকে ওমলেটের মতো
চিবিয়ে চিবিয়ে খাব।
–সত্যি কি তুমি এগুলো করবে!
-জনগণের কাছে আমি এই রকমই ভয়ংকর বিস্ফোরণ হতে চাই।
-কি লাভ হবে..?
-প্রতিশোধ—প্রতিশোধের নেশায় আমি
উন্মাদ হয়ে গেছি.....
-জনগণ তোমাকে কি ছাড়বে?
-রাখো তোমার এসব কথা
জনগণ তারাও আবার মানুষ
ওদের কাজ'ই শুধু দেখেই যাওয়া
চেয়ে চেয়ে দেখবে হাইহুতাশ করবে
এছাড়া ওদের কিবা করার আছে
কথা বললেই চড়ুই পাখির মত গুলি করে মারবো।
তাই! হাঁ।
-একদিন ক্ষমতা থাকবে না
টেনে হেচঁড়িয়ে নামাবে তোমাকে রাজপথে
সেইদিন কি করবে!
-আমি জানি আমার আর পথ নেই
যতক্ষণ বেঁচে আছি সব শেষ করে দিয়ে যাব
পূর্ব পুরুষগণ এভাবেই জীবন দিয়েছে ইতিহাস সাক্ষী আছে।