হৃদয় আজ চোরাবালির মতন
হৃদয়ের গহীনে বেদনার যুদ্ধ ক'রে শত-
তবু খুঁজে ফেরে মন অবাক হয়ে আজও তোমায়।

ভালোবাসার নায়ে বয়ে আনে
তোমার সৌরভ অবিরত!
পথ চলাতে যে আনন্দ;
তুমি পাশে আছ তাই।

নিত্য নতুন মিথ্যাচার
হারিয়ে দেয় সত্যের প্রেম আলাপ!
তোমার ভালো লাগা সবকিছুই,
ভালো লেগে যায় আমার।

তোমার ভালোলাগা গুলো
কেমন করে ভালোবাসা হয়ে যায়!
আজও তোমার ভালোবাসা
হাতছানি দিয়ে ডেকে যায় আমায়।

ফেলে আশা দিন ফিরে পেতে
আজও খোঁজ করে অনুভুতিরা!
জীবন তো জীবনের মতো করে,
খুঁজেছিল জীবনের পথ চলা।

তবুও মাঝে মাঝে বুকের ব্যথাটা
নিজেকে খোঁজে,
হয়তো তানপুরার সেই পুরোনো সুরে বাজে।

ঐ তানপুরার করুণ সুর
কী বাজিকর, যা কল্পনাতে বেজে চলে
দিবানিশি অবিরাম।

যার সুরে আজও হারিয়েছি যাকে-
তাকেই খুঁজিতে নিশি যাপনে
ব্যথা আজ তেমনি বুকের মাঝে !

আজও আশা গুলো হাতছানি দিয়ে
ডেকে যায় তারি জন্য,
এখন অনুভূতিগুলো নিস্তব্ধ আর নিরলস
রয়েগেছে হৃদয়ের গহীনে।।