হেমন্তের বিকেলে
তোমার ভালোবাসার কবিতার দেয়ালে
ঠেস দিয়ে দাঁড়িয়ে আছি আমি।
ঝলমলে কাঁচা সোনা রোদদূরের-
দিনের কারুকাজ খচিত সৌন্দর্যের,
নিবিড় ছায়া মনের গহীনে-
উঁকি দিচ্ছে বারংবার।
স্বর্ণালী ভোরে কুয়াশায়
আচ্ছন্ন চারিপাশ ভেদ করে -
স্মৃতির বিভায় দৃষ্টি মেলে নির্বাক
দাঁড়িয়ে আছি আজও।
মেঘের আড়ালে সূর্য হারিয়ে গ্যাছে
সন্ধ্যা ঝুলে পড়েছে লাজুক আঙ্গিকে,
একটি নির্জন দীর্ঘশ্বাস!
ক্রমশ ছড়িয়ে পড়ছে সত্তাময়
দাঁড়িয়ে আছি তবুও আমি।
নিশীথের ঘুটঘুটে অন্ধকারে
চোখের পাতা ভিজে গ্যাছে বেগানা বেদনায়।
হতাশার কালো পেরেকে আমুল বিদ্ধ আমি।
একদা যে-চোখ বিশ্বাসের পদ্ম
দিয়েছিল তুমি আমায় ;
ক্যামোফ্লেজ করা সেই চোখ
ফণা তুলে আছে নির্বিঘ্নে।
রাত বাড়ে ভাঙ্গে মিলন-
বিচ্ছেদের মেলা জড়ো হয়
হৃদপিন্ডের তলায়।
বহু শতকের অন্ধকার নামে দু-চোখে,
আপন আর্তির ধ্বনি হৃদয়ের আবরণ ছিঁড়ে জিপসি হাওয়ায় হারিয়ে যাই .....।।