হাজার বছর ধরে অপেক্ষা করেছি,  
যেনো একটি তারার হেলা অন্ধকারে,  
মিলন অমৃতের সুধা খুঁজেছি,  
তুমি ছিলে যে, কোন অচিনাকার তলে।

চাঁদের আলোতে রেখা পড়েছে,  
আমার তৃষ্ণার্ত চোখে ধরা দেয়,  
জলরাশির সুরে মিশে আছে তোমার নাম,  
বনের নির্জন পথে, হারানো শোনায়।

পর্বতের চূড়ায় গেয়ে উঠেছে প্রার্থনা,  
তোমার ছায়ায়, চিরকালীন স্বপ্নসাধনা,  
যতই সেকালে সময় বয়ে চলে,  
তবুও আমি চেয়ে থাকি, অধীর অপেক্ষায়।

হাজার বছরেও অবিনশ্বর আশা,  
তোমার প্রণয়ে নিঃশেষিত এই বসন্ত রাত।