গাঙচিল বেশ খুশি অনিমেষ,
অবাক মৌনতায়।
শিউলি ফুলের মালা গেঁথে,
খেলছে শিশুরা সব মেতে।
হৃদয় মাঝে আনন্দ ধারা,
ধূলির মাঝে ঘুড়ি উড়া।

গাছের পাতা সোনালী রঙে,
বাতাসে ভাসে কিশলয়।
শরতের গান গায় মনের কোণে,
সুরেলা কন্ঠের ঢেউ তোলে।

নদীর তীরে বসে আছে
একটি বালিকা নিরিবিলি,
দূরের পাখির ডাকে সে মেতেছে,
মনে ধরে কল্পনায় তুলি।

শরতের আকাশ নীলের ঝলক,
মেঘের ভেলা ভাসছে ঐ।
পাহাড়-পর্বত দূরের ডাকে,
আহ্বান আসে পথে বয়ে।

ধানের ক্ষেতে সোনালী স্বপ্ন,
খুশির বাতাস চারিদিকে।
মাঠে কৃষক হাসি মুখে
শ্রমের তুলিতে আঁকে ছবি।

শরতের রাত্রি জ্যোৎস্নার আলো,
মনকে ভরে অপার সুখে।
জোনাকি পোকা খেলে রাতে,
আলো ছড়িয়ে নিরালোকে।

আলো-ছায়ার খেলা শীতল হাওয়া,
মনে ধরে অফুরান ছন্দ।
শরতের গান গায় প্রকৃতি,
অবিরত তালে-লয়ের বন্ধনে।

শরতের দিনে রৌদ্রের খেলা,
প্রেমের বাতাস খেলে মেতে।
হৃদয় মাঝে স্বপ্নের ধারা,
বয়ে চলে নিরন্তর পথে।

স্মৃতির পাতায় শরতের কথা,
খুঁজে ফিরে আবেগ ভরা।
শরৎ এসেছে সূর্য হেসেছে,
সুখের দিনগুলোর যেন নতুন যাত্রা।