তোমার রূপ সাগরে ডুব দিতেই
দু'হাতে দুটো ঝিনুক পেলাম।
ঝিনুক দুটো খোলার পর,
দুটো আশ্চর্য শব্দ যেন কর্ণ ছুঁয়ে গেল
মনে হলো কে যেন কানে কানে বলে গেল ভালোবাসি ভালোবাসি।

ভালোবাসা.....
একরাশ ভালোবাসা.....
যেন আমার ভাগ্যকাশপ শুধু তুমি,
নিঝুম অন্ধকার রাতের
জোছনায় আধফালি বাঁকা চাঁদ।
ক্ষণিকের পরিচয় বন্ধুত্ব আর ভালোবাসা,
কোথাও রাখেনি কোন খাদ।

বন্ধুত্ব....
নিখাদ বন্ধুত্ব......
লেখার প্রেরণা তুমি থাকবে জনম জনম
তাই তো অনেকদিন পর ধরেছি কলম।

জানি না বন্ধুত্ব রাখবে তুমি
বন্ধুত্ব কতদিন?
ভেবে দেখি নি আমি
কথা দিলাম চলবে কলম বাঁচবো যতদিন।

পৃথিবীটা গোল,
কিন্তু জীবন সড়ক বড় আঁকাবাঁকা
বিশ্বাস করি, বন্ধুত্বের টানে
আবার হবে দেখা।