পুরনো সংসার মায়া মমতায় বেঁধে রেখেছে আষ্টেপৃষ্ঠে, ভালোবাসায় ঘেরা ছিলো আমাদের
সুখের এই ঘর এই সংসার।
দু'চোখে ভরা ছিল রঙিন স্বপ্ন
যেন রংতুলিতে আঁকা ছবির মত।
জোছনায় ঘেরা বাড়িটায় হাসনাহেনা ফুলের সৌরভে ভরে থাকে ; দখিনা বাতাস, ঝিরিঝিরি বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়ে দিয়ে যায় সন্ধ্যার মুখ।
চোখের কাজল লেপটে নেমে আসে রাত
পোয়াতি রাতের আঁধারে একা একা বসে আছি নির্জনে — চেয়ে থাকি দূর নীলিমায়।
আজ আকাশে গাঁয়ে রুপালি চাঁদ উঠেনি
তাঁরারা ঘুমিয়ে আছে মেঘের বুকে
কেন জানি মনে হয় ধীরে ধীরে আমি
হারিয়ে যাচ্ছি আঁধারের গহবরে।
এই ঘরে এখন আর ভালোবাসা নেই
নীল বেদনার আস্তরণে ঢেকে গেছে
কোন রকম রাত্রিযাপন, ঘুম হারা দুই নয়ন,
হাই তুলতে তুলতে কেটে যায় রাত।
একটা সময় সবি ছিলো এই সংসারে
নানা রঙের কারুকাজ খচিত সৌন্দর্যের নিবিড় ছায়াঘেরা এ-ই ঘর;
স্বচ্ছ কাঁচের দেয়াল দিয়ে ঘেরা ছিলো।
সন্ধ্যা নেমে এলে জোনাকির আলোয়, আলোকিত হতো আমাদের ঘর,
ভালোবাসার খুনসুটিতে কেটে যেত সময়।
প্রতিরাতে বাড়ির আঙিনায় হাসনাহেনার
সুবাস ছড়িয়ে যেতো, এখন এসব অতিথ
তুমি নেই আজ ভালোবাসা হারিয়ে গেছে
তোমার বিরহে আজও চুপচাপ পড়ে থাকে,
নিমজ্জিত আঁধারে উঠোনে।।