অনুভূতিগুলো কেমন শব্দ হয়ে ঘুরে বেড়ায়, আজকাল ঠিকঠাক অনুভব করা যায় না।
লোভের লেলিহান শিখার বিশ্বাসহীনতার কালো ধোঁয়ায়,এখন পৃথিবীর দম নিতে পারছে না।
তবুও অসহায় মন খুজে রূপকথার গল্প, ফেলে আসা জীবনের পথের প্রতিটি বাঁকে।
স্বপ্ন দেখি নীল আকাশ সবুজ বনানী পাহাড়ি ঝরণার কলুষহীন নদী মেশার আকুতি সাগরে বুকে ।
কোন এক মেঠোপথ বেয়ে পড়ন্ত বিকেল বেলায়,
রাখালিয়া বাঁশির সুরে অবিষ্ট মন ও প্রাণ।
লাল টিপ পরা মায়ের মুখের হাসি আর গুনগুন শব্দ গলা মিলিয়ে সারা দিন গায় রেডিওতে চলা পুরানো দিনের গান।
উঠোনে মাদুর পেতে চাঁদের আলোয় বসে দাদীমার কাছে সেই শোনা রূপকথার গল্প।
এক ভীরু কিশোরের দু'হাত দুটো চাঁপা ফুল নিয়ে নির্জন দুপুরে অঞ্জলি দেয় কিশোরীর পায়ে মনে পড়ে অল্প অল্প।।