বাঁধা পড়ে গেছে মেঘের গহ্বরে,
অন্তহীন বিষাদ ছড়ায় চারপাশে,
যে চোখে ছিল দিনরাতের আলো,
আজ সেখানে শুধু অন্ধকারের হাহাকার।

শূন্যতার দোলায় মন যেন থেমে গেছে,
তবুও চলে যাই একলা, নিঃশব্দে,
হৃদয়ে বাজে অনুতাপের গান,
কষ্টের মেঘে মোড়ানো প্রতিটি দিন।

যতবারই ফিরে তাকাই, দেখি না সে মুখ,
যে মুখে ছিল এককালের সুখ,
তবুও আজ সেই মুখের স্মৃতি সঙ্গী,
ভাঙা মনের দুঃখে পুড়ছে, ছেঁড়া রূপ।

পথ হারিয়ে যায় যেন চিরকাল,
ভালোবাসার প্রতিটি মিষ্টি শব্দ,
আজ শুধুই এক গভীর নিঃশ্বাস,
একা চলতে চলতে রিক্ততা ঘিরে।

বিষাদের এই সাঁকো ধরে,
জীবনের যন্ত্রণায় জড়ানো শরীর,
শুধু একাকীত্বের অনিশ্চয়তা,
আর কি রয়ে গেল, এই ঠাণ্ডা বাতাসে?