বহুদিন হয়ে গেলো,
অথচ আজ কিছু এলোমেলো শব্দগুলো
ঘুরঘুর করছে মনের মনিকোঠায়।
গল্প ও কবিতারা যেন ভাবনায় দেয়ালে
ঠকঠক করে আওয়াজ তুলছে।
টেবিলের উপর পড়ে থাকা
পুরনো ডাইরিটার ধুলো সরিয়ে
কাছে টেনে নিলাম।
বাতায়নের ও পাশে পাশে ফুটে থাকা
হাসনাহেনা আর মাধবীলতা
দুলিয়ে মাথা ডাকছে কাছে।
মিষ্টি সৌরভে ছড়িয়ে আছে সারা বাড়ি ।
যদিও উত্তরের বাতাস
হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে,
আমি তা পাত্তা দেয়নি সেইদিন
নির্জন আঁধারের মাঝে দাঁড়িয়ে রইলাম।
জোনাকির আলো গুলো জ্বলছে আর নিভছে
কি যে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো।
রাতের আঁধারে ঐ দূর আকাশের তাঁরা গুলো
জ্বলজ্বল করছে।
মাঝে মাঝে চমকে উঠে আকাশ
কেবলি আমি হারিয়ে যাচ্ছিলাম ভাবনার রাজ্যে
এখনি তো কবিতা লেখার আবেগপূর্ণ সময়।
বসে আছি একাকী নানান শব্দের প্রাচুর্যে
কিন্তু কেন যেন ছন্দেরা আজ বিদ্রোহ করেছে। জোছনা ভেজা রাতে
জেগে আছি রোমান্টিকতার সন্ধিক্ষণেও
কেন যেন ছন্দেরা আমার কাছ থেকে
যোজন যোজন দূরে।
অনেক মিনতি করেছি,
তবুও কোন ছন্দের করুণা হলোনা
আমার জন্য, কবিতার জন্য।
তাই আজ আর কোন কবিতা লেখা হলোনা
হলোনা ছন্দের সাথে হৃদয়ের বাক্যালাপ
মধু জোছনার নিস্তব্ধতায়
একে-অপরকে সঙ্গী করে বসে রইলাম
গভীর রাত অবধি।
কখন যেন হারিয়ে গেলাম স্বপ্নের রাজ্য
আমার স্বপ্নগুলো এলোমেলো পঙক্তি হয়ে
পড়ে রইলো নিমজ্জিত আঁধারের শূন্য বিছানায়..।।