বহুদিন পরে তুমি এলে
আবার ফিরে জীবন চলার পথে
আজ অনেক ক্লান্ত আমি
মান অভিমান করবো না আর আমি
জেনে রেখো তুমি
বয়স হয়েছে আমার।।
অতীতের সেই কথাগুলো
ভুলেই যদি আসলে তুমি ফিরে,
আর কটা দিন আগে কেন তুমি এলেনা
কেন তুমি এলেনা আমার ভুল ভাঙাতে।।
তোমার ভালবাসার প্রতি ছিল
আমার অবিশ্বাস দ্বিধাদ্বন্দ্ব,
তোমায় আমি ভেবেছিলাম
মানুষটা তুমি বুঝি অনেক মন্দ।।
ভুল যখন ভাঙল আমার-
তুমি তখন সংসার ধর্ম থেকে অনেক দূরে
সদয় তুমি থাকো কাজে মধ্যে ভীষন ব্যস্ত,
আমি থাকি তখন তোমার বিচ্ছেদ বিহনে।
তবুও আমি আশায় ছিলাম
জানি একদিন তুমি আসবে ফিরে
সত্যি করে বলোতো
তুমি কি সেই আগের মতোই -
আমায় ভালোবাসবে।।