হৃদয়ের খোলা জানালা দিয়ে
একটি চিল উড়ে যায়,
লাশের সংখ্যা গুনে গুনে
প্রতিদিনের রক্তের খবর আসে।

পাথরের শহরে আজও কাঁপছে
মানুষের মন,
স্বপ্নগুলো নষ্ট হয়ে যায়
ধুলোর ঝড়ে, রাত্রির আঁধারে।

একটা ভোরের কাগজের
ছাপানো হয়েছে লাল কালি দিয়ে,
তন্নো তন্নো করে খুঁজি
কত লাশ পড়েছে রাজপথে।

মিছিলে মিছিলে গর্জন করে
জনতার আহ্বান,
স্বাধীনতার স্বপ্ন ভেঙে
মেঘে ঢাকা পড়ে।

দীর্ঘশ্বাসে ভিজে যায়
কাগজের পাতা,
রক্তের দাগ মুছে ফেলার
কোন উপায় নেই।

রাত্রি শেষে ভোর আসে
নতুন আশায়,
কিন্তু কাগজের পাতায়
আজও লাশের খবর ভাসে।

ভোরের আলো ফুটে উঠে
কাগজের শিরোনামে,
তন্নো তন্নো করে খুঁজি
কত লাশ পড়েছে রাজপথে।

আশার প্রদীপ নিভে যায়
রাজপথের ধুলোয়,
স্বপ্নগুলো পুড়ে ছাই হয়
সংগ্রামের আগুনে।

মানুষের মুখে ভয় নেই
কিন্তু চোখে জল,
লাশের সংখ্যা বাড়ে
কিন্তু মুছে যায় না দাগ।

সারারাত জেগে থাকা শহর
ঘুমিয়ে পড়ে ক্লান্তিতে,
লাশের গন্ধ মিশে যায়
ভোরের বাতাসে।

শহরের কোনো প্রান্তে
চিৎকার শুনি,
কত জনের আশা মরে
নির্বাক নিস্তব্ধতায়।

নদীর তীরে বসে থাকে
একটি নির্বাক মানব,
প্রশ্ন জাগে মনে
এতো লাশ কেনো জমে?

শহরের বুকে জ্বলছে আগুন
প্রতিবাদের ভাষায়,
লাশের সংখ্যা বাড়ছে
আশার প্রদীপ নিভে যাচ্ছে।

চোখের কোণে লেগে থাকে
অশ্রুর দাগ,
জীবনের প্রতিটি পাতায়
মৃত্যুর গল্প লেখা।

রাজপথের ধুলো জমে
লাশের রক্তে,
ভোরের কাগজে খুঁজে পাই
অগণিত নামহীন লাশ।

আবার নতুন ভোর আসবে
আশায় বুক বাঁধি,
কিন্তু লাশের খবর
কাগজে লেখা থাকবে একই।।