জীবনের কিছু কথা লিখে রাখছি..
ডাইরির পাতায়।
আমি যখন থাকবো না
আমার স্মৃতিগুলোকে খুঁজে নিও তোমরা।
হয়তো বাক্স বন্দি না হয় খাটের তলায়
কিছুটা ধুলোবালি পড়ে থাকবে
অবহেলায় আর অবজ্ঞায়।
যেমনটি আমি পড়ে রবো শূন্য মাটির ঘরে
ইচ্ছে করে কখনো দেখতেও আসবেনা জানি
পড়া হবে না আর কোরআনের বাণী
আমার কবরের পাশে দাঁড়িয়ে।
নিয়ম করে না হয় বছরে একবার
মসজিদে হবে মিলাদ জুম্মার নামাজ শেষে।
ধীরে ধীরে এক সময় সবাই যাবে ভুলে
এটাই তো স্বাভাবিক তাই না।
অথচ এই আমি তোমাদের জন্য
কত রাত কতদিন কাটিয়েছি নির্ঘুমে
তোমাদের সুখে রাখতে।
ব্যর্থ হয়েছি অগণিত বার
তবুও ঘুরে দাঁড়িয়েছি
তোমাদের ওই মুখের হাসি দেখে।
একই ছাদের নিচে
তিরিশটি বসন্ত পেরিয়ে গেছে
সুখে-দুখে কেটে গেছে অজস্র সময়
আজ আর কোন অভিযোগ নেই আমার
নেই কোনো অভিমান তোমাদের প্রতি,
নেই কোনো অনুনয়,নেই কোনো অনুরাগ!
প্রার্থনা শুধু এই.....মনে রেখো আমায়।।