বন্ধু আমি হতেই পারি
যদি আমায় বাঁধতে পারাে,
দুঃখ তােমার উজাড় করে
আমার চোখে কান্না ভরাে ।
বন্ধু আমি হতেই পারি
যদি আমার হাতটা ধরো,
মনভােলানাে খুনসুটিতে
কথায় কথায় কাব্য করাে ।
বন্ধু আমি হতেই পারি
যদি আমায় ভুল না বােঝে ,
একলা প্রাণের দুঃখ ভুলে
আমার চোখে আকাশ খোজো ।
বন্ধু আমি হতেই পারি
যদি আমায় আপন ভাবাে ,
তােমার ব্যথা না জানালে
আমার মনে কষ্ট পাবাে ।
বন্ধু আমি হতেই পারি
যদি আমায় বিশ্বাস করাে ,
শত কষ্টেও একসাথে চলব
এই কথাটি শপথ করাে ।