বারংবার হার মেনে যায় এই মন,
জীবনের পথে কত সংগ্রাম,
দুঃখের আঘাতে ভাঙে যে স্বপন,
তবু চেষ্টা করি নতুন সন্ধানের।
প্রেমের পথেও পাইনি যে সুখ,
অবিরত শুধুই কষ্টের গান,
অশ্রু ঝরিয়ে ভিজে গেছে বুক,
তবু ব্যথা ভুলে জাগে নব প্রাণ।
হৃদয়ে রক্তক্ষরণ চলছেই কেবল,
ভেঙে চুরে যায় রঙিন সে জীবন,
তবু স্বপ্নের আলোতে চাই অবিরল।
ক্ষণিকের বেদনা ছাড়ে না মায়া,
হয়তো আজকের হার স্মরণে রবে,
কিন্তু আগামীর জয় মনে রবে।