মহাকালের পথে হেঁটে চলেছি,
জানিনা কবে শেষ হবে এই পথ চলা।
পৃথিবীর বুকে গড়ে ওঠা শহর,
সময়ের স্রোতে ভেসে গেছে অহরহ।
আলো-অন্ধকারের খেলা দেখে,
দেখেছি জীবনের রঙিন রেখা।
জন্ম-মৃত্যুর মহাযজ্ঞে ভরা,
সবাই তো চলেছি কোন এক শূন্যে ভরা।
সন্ধ্যা নামে, দিন ফুরোতে থাকে,
পথ চলার গল্প সুরে বেঁধে রাখে।
অমাবস্যা আসে, পূর্ণিমা আসে,
চক্রাকারে পৃথিবী ঘুরে ফিরে আসে।
নদীর স্রোতে হারিয়ে যায় কত,
পাহাড়ের ঢালে হেঁটে চলে তবু কত।
স্মৃতির কোলাজ, হারানো দিনের গল্প,
পথ চলার সঙ্গী হয়ে থেকে যায় স্নিগ্ধ।
পৃথিবীর বুকে কত পথিক আসে,
সময়কে সঙ্গী করে হেঁটে যায় নির্ঘোষে।
আকাশের নীলিমা, মাটির কোমলতা,
সবাই তো মহাকালের পথে অন্তহীন চলে।
স্বপ্নের ছায়া, বাস্তবের ঘোর,
মিলিয়ে যায় সব, তবু থাকে স্মৃতির ভর।
ফুলের সৌরভ, পাখির গান,
মহাকালের পথে, সবই তো ধ্রুব সত্য জান।
পথ চলার গল্প থেমে যাবে কখনো,
কিন্তু মহাকালের পথে চলা হবে অনন্ত।
জানিনা কবে শেষ হবে এই পথ,
কিন্তু জানি মহাকাল থাকবে অবিরত।
চলতে চলতে জীবন ফুরাবে,
তবু মহাকাল তার পথে থাকবে।
আমরা শুধু পথিক, ক্ষণস্থায়ী কিছুক্ষণ,
মহাকালের পথে,
আমাদের পথ চলা অবিরাম অনুক্ষণ।