তুমি চলে গেছো বলে,
মনকে বুঝিয়েছি আমি শতবার।
তবুও রাতে যখন নির্জনে শুয়ে থাকি,
তোমার ছোঁয়ার অভাব জাগায় শঙ্কা।
নাওয়াখাওয়া করেছি ঠিকই,
কিন্তু স্বাদে যেন কমেছে কিছু।
তোমার রান্নার সুনিপুণ ছোঁয়া,
আজো মনে পড়ে প্রতিটি মুহূর্ত।
তুমি চলে গেছো বলে,
বাড়ির কোণে কোণে তোমার ছায়া দেখি।
ঘুমিয়ে পড়তে পারি, তবে চোখ বুঁজলেই,
তোমার সেই মায়াবী মুখখানি ভাসে।
আঁতকে উঠি হঠাৎ,
কী যেন এক দুঃস্বপ্ন তাড়া করে।
তুমি চলে যাওয়ার পর থেকে,
রাতের নিঃশব্দতা বেজে ওঠে ভয়ঙ্করে।
তুমি ছিলে আমার স্বপ্নের বালিকা,
সবকিছুতে ছিলে আমার প্রেরণা।
তোমার স্মৃতিগুলো জড়িয়ে আছি,
কষ্টের সুরে গেয়ে যাই গান।
তুমি চলে গেছো বলে,
বুকের ভেতরটা হয় শূন্য।
তোমার কথা মনে করে,
আঁধার রাতে কাঁদি স্নিগ্ধ।
এমন জীবন তো চাইনি আমি,
তোমার সাথেই কাটাতে চেয়েছিলাম।
তবুও তোমার স্মৃতিতে বেঁচে আছি,
একা একা পেরিয়ে যাচ্ছি দিনরাত্রি।
তুমি চলে গেছো বলে,
আমি আর আগের মতো নেই।
তোমার ছোঁয়া, তোমার হাসি,
সবই আজ শুধুই স্মৃতি।
তবুও চেষ্টা করি বাঁচতে,
তোমার ভালোবাসার ছোঁয়া নিয়ে।
জীবনের পথে একা চলতে,
তোমার স্বপ্ন নিয়ে পথ পাড়ি দিতে।