এই তুমি কি শুনছো!
নাকি ঘুমিয়ে পড়লে ?
চেয়ে দেখো কি অপূর্ব পৃথিবীর রূপ
মনে হচ্ছে যেন পুরো পৃথিবী নেমে এসেছে
আঁধার কালো রাতে তোমার উঠোন জুড়ে
তোমার উঠনে তে অবাধ জ্যোৎস্না বসবাস।
এই শুনছো.... চেয়ে দেখো—
চাঁদটা কেমন করে ছড়িয়ে পড়েছে
মনে হয় তোমাকে দেখে
তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে ধরণীর বুকে।
তুমি কি অনুভব করতে পারছো?
আজ চাঁদ কেন যেন অন্যদিনের মতো নয় জোসনা বিলিয়ে যাচ্ছে সারাক্ষণ।
কি করে দেখবে তুমি—
তোমার তো ঘুম ভাঙ্গেনি এখনো
তুমি তো বিভোর স্বপ্নের মাঝে হারিয়ে গিয়েছো, কার সাধ্য আছে—
তোমার ঘুম ভাঙ্গাবে
তুমি তো স্বপ্ন দেশের রাজকুমারী।
আমিও স্বপ্ন দেখি,
স্বপ্ন দেখতে আমার খুব ভালো লাগে— মাঝে মাঝে আমিও স্বপ্নের দেশে হারিয়ে যাই ,তবে যে কোন স্বপ্ন নয়।
আমার স্বপ্নের মাঝে জোসনা খেলা করে
কখনো কখনো কাঁদায়
কখনো হাসায়,আবার কখনো রং তুলিতে আঁকে তোমার ওই মুখ।
কেন জানি আমার স্বপ্নের ঘুম নেই
সারাক্ষণ শুধু তোমাকে দেখায়
তোমাকে দেখে দেখে আমি বিভোর হয়ে ঘুমিয়ে যাই স্বপ্নের অতলে।
যেদিন তুমি এসেছিলে সেদিনো স্বপ্ন দেখেছি, আজও আমি স্বপ্ন দেখি শুধু তোমায় নিয়ে।।