“অদ্ভুত”
    আরিফ আহসান
    তাং-০৬-০৮-১৯ইং

সন্ধ্যার আকাশ-
সবে অন্ধকার এসে ভর করেছে ভুবন দরবারে,
একটু আলো আর একটু আঁধারে।

পথহারা পথিক-
দৃষ্টিহীন চোখের ভাষা তার,
একটু আলো আর একটু আঁধারে।
বোঝেনা তো অবুঝ মন তার,
সমাজ করে করুনায় আহারে।

সড়কের মাঝে-
দণ্ডায়মান দণ্ডে নানান রঙের নিয়ন আলোর বাহারে
পথিক দাঁড়িয়ে খোঁজে পথের ঠিকানা  কোথারে?

অদ্ভুত সমাজ-
আচার ব্যবহার তার অদ্ভুত!
অনাচারে তার পেট ভরা,
নয়ন মেলিয়া দেখে যায় নয়নে;
অবিরত নষ্টের ফুর্তি করা!

প্রতিকার কি হবে?
সত্যের নয়ন ক'জনা আর দৃষ্টিতে ব্যবহার করে?
মিথ্যার তাণ্ডবে সত্য কি তবে অচিরেই যাবে মরে?

অসহায় দর্পণ-
বিরাজ করে তাতে আতংকের প্রতিচ্ছবি এক ছায়ামূর্তির;
দয়া করো প্রভূ,দয়া করো আমাদের,
অবসান হোক সকল ফুর্তির।

      ঢাকা,বাংলাদেশ।

সারাংশ: শক্তি আছে যার সে অধিকার ছিনিয়ে নেয়
             শক্তি নেই যার তার শেষ ভরসা প্রভূই হয়
             প্রভূর নিকটই সে সাহায্য চায়।