“দুই বন্ধুর কথোপকথন “
    আরিফ আহসান
    তাং-০৪-০৮-১৯ইং

বন্ধু(১)—
বন্ধু তুমি উল্টো পথে
কোথায় যাচ্ছ বলো
চেয়ে দেখো নষ্ট পথে
নষ্টরা সব গেলো।

বন্ধু(২)—
শহর পানে যাচ্ছি বন্ধু
জীবন গড়তে আমি
লাল হলুদে করে খেলা
সেথায় রঙিন জানি।

বন্ধু(১)—
মেঠো পথে মধুর বাতাস
আলোকিত সে জীবন
দূর আকাশে করে খেলা
চাঁদ তারাদের যৌবন।

বন্ধু(২)—
পড়া লেখা শিখে হবো
জজ ব্যারিষ্টার
শহরে জীবন পাল্টে যাবে
এটা পরিস্কার।

বন্ধু(১)—
হরিদাস করে দেখো
হরিলুট ব্যবসা
বন্ধু তুমি তোমার চোখে
দেখো কি ঝাপসা?

বন্ধু(২)—
সেথা বন্ধু ক্ষুধার জ্বালা
ওষ্ঠাগত প্রাণ
শহর আমায় করবে দেখো
নতুন জীবন দান।

বন্ধু(১)—
ভুল পথেতে গেলে বন্ধু
ভুলের ও শহরে
মাটির গন্ধ সবুজ ছেড়ে
যান্ত্রিক বহরে!

    ঢাকা,বাংলাদেশ।