“একটি স্বপ্নের মৃত্যু”
আরিফ আহসান
তাং-১৪-০৮-১৯ইং
দেশের নেতা জাতির পিতা
বাংলাদেশের মিস্ত্রি
তাঁরই পাশে ছিলেন রাণী
প্রেরণাময় স্ত্রী।
তর্জনিরই গর্জনে ঐ
কাঁপে শত্রু সবে
আসলো বন্ধু বীর সাহসী
বঙ্গবন্ধু ভবে।
ভালোবাসায় ভরে তুলতো
আপন কিম্বা পর,
পূর্ববাংলা আজ বাংলাদেশ
সোনার বাংলা ঘর।
নির্যাতনের ডামাডোলে
কাঁদছে যখন দেশ,
তর্জনিটা উঠলো নড়ে
শত্রু করো শেষ।
ধর্ষিতা ঐ নির্যাতিতা
তাঁর যে অতি আপন,
মাঝির বেশে উঠে নায়ে
দেয় জাগিয়ে ভুবন।
বিশ্বজোড়া কাঁপন দিয়ে
অস্ত্র তুলে হাতে,
বজ্রকণ্ঠে আওয়াজ তুলে
নতুন এ প্রভাতে—
ধংস করে শত্রুসেনা
রাজাকার রয় যত,
ক্ষমার চোখে দেখে বন্ধু
পুষে রাখে ক্ষত।
ক্ষমা পেয়ে চেপে বসে
যারা দেশের শত্রু,
আগস্ট মাসের পন্রো তারিখ
হলো স্বপ্নের মৃত্যু!
জীবন তাঁরই ধরে বাজি
আনলো স্বাধীনতা,
তব্ধ হলো আঙুল তোলা
স্বপ্নে দেখা নেতা।
ঢাকা,বাংলাদেশ।