“শূন্য প্রাপ্তি”
আরিফ আহসান
তাং-০৯-০৮-১৯ইং
সময়ের দোলাচলে প্রাপ্তির খাতাটা
শূন্যই রয়ে গেলো,
শূন্য অনুভূতি শূন্য স্মৃতিতে।
একগোছা দাগ অল্প কিছু খটকা,
আর দিনের শেষে-
দূরে বসে নিজেদের বলাবলিই এখন প্রাপ্তি।
অপূর্ণ রাখিনি কিছু!
পূর্ণতায় ভরেছি নিজেদের,
অভিশপ্ত জীবনের শেষ প্রাপ্তি বুঝি
তাই বারবার ফিরে আসে অভিশাপে।
ন্যায্যটাই পেয়েছি আমরা-
অলীক কল্পনা আর একাকিত্ব নিয়ে এখন বেঁচে থাকা;
বিভৎস দিন আর নীরব রাতের কান্নায়-
চলছে তো আমাদের এই সব দিন রাত্রি।
হৃদয় এখন লজ্জাহীন প্রমত্তা নদী,
সচ্ছন্দ গতিতে মিশে যেতে পারে সাগরের সাথে!
মন মন কে বলে দুখী দুঃখ করো না,
কিন্তু ছোঁয়াছে ব্যাধির মতই দুঃখ এখন আমাদের নিত্যসঙ্গী।
শূন্যই থেকে গেলো আমাদের প্রাপ্তির খাতা-
দুখীদের প্রতিদ্বন্দ্বিতার ডামাডোলে।
ঢাকা,বাংলাদেশ।