“বিষের জ্বালা”
আরিফ আহসান
তাং-০২-০৭-১৯ইং
আকাশ কালো মেঘে ঢাকা
বর্ষায় জলের খেলা
নীলের মাঝে কালোর ছাঁয়া
বহে সারাবেলা।
কিসের জ্বালা বিষের জ্বালা
ঝড়ের আভাস মেলে
জীবন জ্বলে ভুবন মাঝে
ব্যর্থতা যায় খেলে।
কলঙ্ক চলে পথেপথে
উন্মোচিত পাঠে
হেলায় ফেলায় যায় সময়
যমুনার ঐ ঘাটে।
ঘূর্ণিপাকের বায়ু ঝড়ে
ভাঙবে অনাচার
উপড়ে দেবে আগাছা সব
সঠিক সে বিচার।
ধুলোর মতো গুঁড়ে যাবে
রঙমঞ্চ যত
সমাজ হবে রোগমুক্ত যে
মুছবে শত ক্ষত।
ঢাকা,বাংলাদেশ।