“খোকার শখ”
    আরিফ আহসান
    তাং-১৪-০৭-১৯ইং

খোকন বলে মা’গো তুমি
করো না তো মানা
যতই আমি বৃষ্টি ভিজি
জ্বর যে আসবে না।

নীল আকাশের পানে চেয়ে
খোকন দেয় যে হাসি
চোখের মাঝে ফুটে ওঠে
শখ যে রাশিরাশি।

শখের কথা বলে খোকন
এদিক ওদিক চেয়ে
উঁকি মেরে দেখে খোকন
কি বলে তার মা’য়ে।

বৃষ্টি যখন রিমঝিমিয়ে
পড়লো ঘরের চালে
খোকন বলে মাছ ধরবো
বাড়ির পাশের খালে।

ভিজিয়ে মন সিক্ত করে
হাঁটু পানি ঠেলে
খোকন সোনা হেঁটে চলে
ছিঁপটি হাতে মেলে।

    ঢাকা,বাংলাদেশ।