“আমার আমি”
     আরিফ আহসান
      তাং-৩০-০৭-১৯ইং

তোমার কথা গুলি মন দিয়ে শুনি
কর্ণ পেতে গভীর রাতে,
শব্দ বর্ণ উপমায় ছন্দ তাল লয়ে
যেটা লেখা হয় কবিতার খাতায়।

মাঝে মাঝে এমন হয় যে
কর্ণের পর্দাটা ভেদ করে,
অন্তরের অন্ত:স্থলের পর্দায়
আঘাত করে সে দূর্দান্ত গতিতে!

যেখানে গভীর ক্ষততে হয় রক্তক্ষরণ
সৃষ্টি হয় একটি মহাকাব্যের মহাচরণ
শিরোনামটা না হয় তুমিই দিয়ে দিও!

আমি তো শুধু লেখক মাত্র,
তুমি বলো যেটা,আর আমি লেখি সেটা;
কথাটা শোনাটাই জরুরী মনে হয়-
কারণ মূল সৃষ্টিটা তোমার ছিলো!

  ঢাকা,বাংলাদেশ।