“সম্প্রীতি ও মানবতা”
        আরিফ আহসান
        তাং-১০-০৮-১৯ইং

একটুস খানি এ-জীবন
ভাবিস নারে ওরে ও-মন
সামনে তোর বাঁকা নয়ন
তুই ভাবিস না বড় ধন।

জ্ঞান বাড়ে তোর পাকা চুলে
জীবন যাক না হেলেদুলে
মানবের যাসনারে ভুলে
যাবে তো তোর কপাল খুলে।

ধর্মে ধর্মে করে হানাহানী
করিস না তুই কানাকানি
রাখিসরে তোর মানখানি
এটাই তো মানব জবানী।

জীবন নামের নাও খান
বৈঠাটা চালাও সাবধান
মাঠ ভরা যে সোনালি ধান
সম্প্রীতিতে দেও কোরবান।

    ঢাকা,বাংলাদেশ।