“সমতা”
আরিফ আহসান
তাং-১২-০৮-১৯ইং
আমরা খাই ডালে ভাতে
তোমরা খাও বিরিয়ানী
পড়বে কি আমার দ্বারে
তোমাদের ঐ চরণখানী!
একটু খানি চেয়ে দেখো
তোমার পাশে বসে আমি,
চক্ষু দৃষ্টি খোলা রেখো
দেখছে কিন্তু অন্তর্যামী?
ভুবন মাঝে মানবতার
উদহারণ হবে তুমি
তোমার আমার যে ভেদাভেদ
রক্তের রঙে হয়নি জানি।
তবে কেনো দেখেও তুমি
না দেখার ভনিতা করো
অন্তর চক্ষু খোলা রেখে
সমতায় তো জীবন গড়ো।
ঢাকা,বাংলাদেশ।