আমার খুব ভাল লাগে স্বপ্ন পাখি
তোমার দুষ্টু ভরা আখিঁ ,
মন খারাপ আমার দাও যখন ফাঁকি।
ভাল লাগে তোমার তুলতুলে স্বপ্ন অাধর,
কষ্ট লাগে আমার অপেক্ষার প্রহর।
স্বপ্ন পাখি ভালো লাগে তোমার অচেনা ভালোবাসা
মনের অজান্তে তোমায় নিয়ে স্বপ্নপুড়ে বেঁধেছি বাসা।
স্বপ্ন পাখি ভালো লাগে তোমার বেনী করা চুল,
লজ্জা লাগে আমার করি যখন ভুল।
ভাল লাগে তোমার আমার স্বপ্নে আঁকা চিকন চাকন দেহ,
ভয় লাগে আমার যেন নেয় না কেড়ে কেহ।
ভাল লাগে তোমার কোমরের বিছে,
খারাপ লাগে আমার পায়না যখন কাছে।
ভাল লাগে তোমার হাতে রঙিন চুড়ি,
ভাল লাগে না আমার তোমায় ছাড়া ঘুরি।
ভাল লাগে তোমার আল্লাহর ভক্তি,
খারাপ লাগে আমার বিষন্নতার উক্তি।
ভাল লাগে যখন স্বপ্ন কবি বলে
তুমি তার স্বপ্নে দেখা রাজকন্যা,
ভাল লাগে যখন স্বপ্ন কবি বলে
তুমি তার হিমেল ভাবনার অনন্যা।
ভাল লাগে যখন তোমায় নিয়ে ভাবি,
ভাল লাগে স্বপ্নে যখন তোমায় দেখি
ভাল লাগে তোমার বিশুদ্ধ বিশ্বাস,
স্বপ্ন দেখা অবস্থায় যদি বন্ধ হয়ে যায় শ্বাস।
ভালো লাগে তোমায় যখন তুমি শান্ত,
মন্দ লাগে আমার যখন হই ক্লান্ত।
ভাল লাগে তোমার ঝিলিক দেয়া হাসি,
ভাল লাগে আমার যখন দেখি খুশি।
ভাল লাগে যখন ভাবি তুমি আমার মুনিয়া পাখি,
ভাল লাগে যখন তোমায় কল্পনাতে আঁকি।
ভাল লাগে আমার তোমায় নিয়ে ভাবনা
দিবানিশি তোমায় নিয়ে থাকি আনমনা।
ভাল লাগে তোমার অচেনা ভালবাসা,
অপেক্ষা আমার কখন বাঁধবো বাসা।