স্বপ্ন পাখি তুমি এসো-
বসন্তের সকল ফুলের মাল্য নিয়ে,
বাঙ্গালির মালিনী সেজে।
তুমি এসো বৈশাখের-
নতুন আশার প্রদীপ জ্বেলে,
সকল আনন্দের ফুলঝুড়ি নিয়ে।
তুমি এসো জৈষ্ঠের পাকা-
আমের গন্ধ নিয়ে।
স্বপ্ন পাখি তুমি এসো-
আষাঢ়ের রিমিঝিমি বৃষ্টি আর-
কদম কেয়ার সুবাস হয়ে ।
তুমি এসো শ্রাবনোর আকাশে-
রংধনুর সাত রং মেখে।
স্বপ্ন পাখি তুমি এসো-
শরৎ এর শিশির ভেজা
কাশফুল হয়ে;
তুমি এসো হেমন্তের
মটরশুটির পুষ্প কন্যা হয়ে,
তুমি এসো না-
শীতের রিক্ত বেদনা হয়ে।