কোন এক স্বপ্ন- কল্পনাময় অচেনা রাজ্যে
অজানা অপেক্ষায় বসে আমি, তুমি বিহীন
প্রার্থনা আমার, এসো হৃদয়ের ঠিকানায়
করে দাও জীবনটা আমার রংধনু রঙিন
ফিরে পাবে অপেক্ষায় জড়ানো প্রতিদিন
পূরণ হতে অপেক্ষায় হারানো কিছু ঋণ
কোন একদিন অবাক করে এসে কাছাকাছি
দেখো তোমার কল্পনায় প্রান ভরিয়ে রেখেছি
একি ভাবে ভালোবেসে, একই মনে আছি
অদৃশ্যে দুটি হৃদয়ের খুব বেশি কাছাকাছি
যদি খুঁজে পাও আমার সেই ঠিকানা
আর কোনদিন তা হারাতে দিয়োনা
কিছু না বলতেই চিনে নিও মন
প্রকাশ না হতেই বুঝে নিও নয়ন
যদি আমায় তখন বুঝতে না পারো
তবুও সব বুঝে নেয়ার ভানটুকু করো
ভালোবেসেই বারে বারে আসবো তোমার কাছে
ভালোবেসেই আজীবন পাশে থাকার প্রাপ্য আমার আছে
যদি কখনো আর নাই বা চাও আমায়, তোমার হৃদয়ে
সে স্নিগ্ধ হাঁসিটা রেখে যেও একবার মুখপানে চেয়ে
ভাগ্যের শিকল যদি বিপরীতে দুজনকে টানে
তবুও জেনো তুমি রবে হৃদয় গভীরে আমার জীবনে
তোমাকে দেবার মত মন ছাড়া কিছু নেই আমার
তোমাকে ভালোবাসা ছাড়া নেই কোন বিশেষ উপহার
শুধু জেনো কোনদিন আমি হারিয়ে গেলেও
হারিয়ে যাবে না তোমার মাঝে আমার নিঃশ্বাস
আমার সবটুকু আশ্বাস ফুরিয়ে গেলেও
ফুরিয়ে যাবে না তোমাকে ভালোবাসার বিশ্বাস
স্বপ্ন-কল্পনার সেই প্রেম, ভালোবাসার মত
সেই জমাট বাঁধা আবেগ, অনুভূতি যত
স্বপ্ন পাখি আমি তোমাতেই রেখেছি, তোমাতেই সাজিয়েছি
আমার ভালোবাসার অনন্তে, তোমারি অজান্তে।