স্বপ্নপূরের মেঘের ছায়ায় কেন এত মায়া
আকাশ পাহাড় নদী জলে চতুরঙ্গের খেলা
আলো ছায়া এলোকেশে ভাসে মন ভেলা
আবছায়া স্বপ্ন জলে সুখ পাথরের মেলা ।
দূর হতে কে ডাকে নয়নে কাজল মেখে
কে সাধে আউলা মনে প্রেমের করোটিতে
স্বপ্নপূরের পাহাড়ের পথে তার মনের ছায়া পড়ে
সেই ছায়া এই মনের গহীনে আপন ঘর বাঁধে ।
অদ্ভুত এক মায়াবি বুদবুদ পাহাড়ে ভাঁজে
ঝরণার বুক ছিঁড়ে ঝিরিঝিরি ঝরে ।
নির্জন মন বিজনে কাঁদে স্বপ্ন পাখি হারানোর শোকে
নির্বাক নিসর্গ নিভৃতে বলে যারে তুমি খুঁজে গেলে পাহাড়ের শাঁখে
সে থাকে স্বপ্ন কবির-ই হৃদয়-পদ্ম জলে।
কী জানি কোন পথে সে আসে
কোন পথে ফিরে যায় স্বপ্নপূরের সাগর জলে,
জানি না কোন সকাসে সবুজের বুকে উদাসী রঙ মাখে ।
সে মোর অধরা প্রেমের রাখাল
তারও বুকে বিরহের অনল
দূর আকাশে সুখের রঙ ছাড়ে
নিঃসঙ্গ অনলে মোর অচেনা প্রেমের ঘর পুড়ে।।