স্বপ্নময় জীবন যখন স্বপ্ন ভাঙ্গার বেদনায়
বার বার আহত হয়, বিদ্ধস্ত হয় তখন জীবনকে
আক্রে ধরার উপায় খোঁজে মন আর অজান্তেই
অধরা স্বপ্নরা ভেসে বেড়ায় চারপাশে, ক্লান্ত বিষণ্ণ
প্রাণ মিশে যায় সে স্বপ্নের ভিড়ে।
অবুঝ মন অকারণ ছূটে যায় সে আরাধ্য সুখের
পিছে পিছে আর সেই সাথে একটু একটু করে
ক্ষয়ে ক্ষয়ে যায় জীবনের অমূল্য সময় মূল্যহীন
আকূতির ব্যর্থ বিলাসে, অধরা স্বপ্নের মোহ মায়ায়,
তাই অসীম শূন্যতায় আক্রে ধরে মন মরীচিকা বার বার।
অন্তরে বাহিরে জড়িয়ে থাকা কঠিন বাস্তবতা
সহসা আঘাত হানে আমার সে আক্রে ধরা
মরীচিকাময় মিথ্যে মায়ালোক, হাহাকার করে উঠে
স্বপ্নহীন শূন্য পৃথিবী, হৃদয়ের গহনে চিৎকার করে
উঠে ধরতে না পারার অসহ্য বেদনায়।
আমার স্বপ্ন সীমার বহুদূরে আমার অধরা স্বপ্নেরা যখন
সত্য আর জীবন্ত হয়ে অপরের কাছে ধরা দেয়, প্রাপ্তির
সীমাহীন আনন্দে ভেসে বেড়ায় সুখের ডানা মেলে তার
ভুবন জুড়ে তখন আবার আমার স্বপ্ন বিলাসী অবাধ্য
অতৃপ্ত চেতনা বিলীন হয় সে অধরা সুখের মায়াময় আবর্তে।