এভাবে কয়েকটি রাত
কেটে গেল ঘুমহীন চোখে
একটি বিন্দুকে কেন্দ্র করে
গঠিত বৃত্তের সীমারেখা বরাবর
কতগুলো কল্পনাকে সঙ্গী করে।
আমার কল্পনা গুলোকে
সারারাত জেগে পাহারা দেয়
নির্ঘুম আধারে জেগে থাকা
হাজার ক্লান্ত স্নায়ুদের দল,
আমার কল্পনা গুলো
ধীরে ধীরে হারিয়ে যায়
সারাদিনের ক্লান্ত আকাশের
বুক চিরে বয়ে যাওয়া
ছায়াপথের পথ বরাবর।
আমার কল্পনায় জেগে থাকে
কোন কাটাতারের সীমান্তে
স্বপ্নপূরীর পথ চেয়ে
ঐ আকাশে বসে থাকা
নির্ঘুম স্বপ্নপাখির হৃদয়।
তবুও আমি জেগে থাকি
নির্ঘুম রাতের আধারের মাঝে
অজানা আর উদ্দেশ্যহীন
হাজার হাজার কল্পনা নিয়ে।